নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
-
৮
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
গতকাল ২০ জানুয়ারি, ২০২৬ তারিখে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদে সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ বড় আনোয়ার হোসাইন স্যারের কর্তৃক পরিষদের বাসিন্দাদের গণশুনানীতে মেহেরপাড়া ইউনিয়নের মূল সমস্যা হিসেবে উঠে আসে মাদকের ভয়াল বিস্তারের কথা।
এরই প্রেক্ষিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার নির্দেশনা দেন যে মাদকের বিস্তার নির্মূলে নিয়মিত মোবাইল কোর্ট করে এর বিধ্বংসী থাবা থেকে নরসিংদীকে রক্ষা করার। জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ জানুয়ারি, ২০২৬ তারিখে নরসিংদী সদরের মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া মৌজার একদম শেষ প্রান্তের দুর্গম এলাকায় মাদকের বিস্তার নিরাময়ে মোবাইল কোর্টের ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউকে সাজা প্রদান করার জন্যে ঘটনাস্থলে পাওয়া না গেলেও মাদকের বিস্তারের কেন্দ্রটি চিহ্নিত করা হয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ওই এলাকায় কঠিন নজরদারি বজায় রাখার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে।
একই সাথে এই সময়ে এলাকাবাসীর সাথে কথা বলে তাদের সকলকেই মাদকের ব্যবহার, বিস্তার এবং ক্রয়-বিক্রয় রোধে সর্বোচ্চ সোচ্চার হবার জন্যে উদ্বুদ্ধ করা হয়।
জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এভাবেই গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী সদরের যেকোনো সময় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন