চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
-
২
বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামে জামায়াতে ইসলামীর এক বৈঠকে বিএনপি নেতা-কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা সাবেক চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের একটি গাড়ি ভাঙচুর করে। এ সময় ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা জিল্লুর রহমানের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পাশাপাশি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। সন্ত্রাসী হামলায় কয়েকজন জামায়াত কর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফার পর দ্বিতীয় দফায় আবারও হামলা চালানো হয়। ফলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন