সমতটের কাগজ-এর আয়োজনে অসহায়-শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
-
২
বার পড়া হয়েছে

এমদাদুল হক ইয়াছিন, কুমিল্লা প্রতিনিধি :
‘জয় হোক মানবতার’…এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে ২৩ জানুয়ারি বিকেলে কুমিল্লা শহরে গ্লোবাল ইউনিক একাডেমিতে সমতটের কাগজ-এর আয়োজনে শীতার্ত-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা-সৃজনশীল ব্যক্তিত্ব-শিক্ষক মিয়া মো: আলাউদ্দিন।
স্কুলের অধ্যক্ষ-কবি-সাহিত্যিক উত্তম বহ্নি সেন এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন সৃজনশীল ব্যক্তিত্ব মো: ইউনুস আলী, কালিকাপুর আবদুল মতিন কলেজের প্রভাষক মল্লিকা রাণী, সৃজনশীল সংগঠক-সাংবাদিক এমদাদুল হক ইয়াছিন ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় প্রতিযোগিতায় (শ্রেষ্ঠ স্কাউট) দেবোত্তম বহ্নি সেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন