জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
-
২
বার পড়া হয়েছে

মোঃ রুবেল মিয়া,সদর,ময়মনসিংহ প্রতিনিধি।
পাবনা সদর ৫ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জনাব শামছুর রহমান শিমুল বিশ্বাস এর পক্ষে জনসংযোগ ও প্রচারণা কমিটি ২২/০১/২৫ তারিখে অনুমোদন করেন পাবনা জেলা সচেতন নাগরিক ফোরাম এর সভাপতি সাংবাদিক শওকত হামিদ খান বাবু ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন। ১০ সদস্য বিশিষ্ট জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটি এর রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা শাখার ১নং সন্মানিত সদস্য মোঃ আবিদ হাসান আকাশ। এর আগে তিনি বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম এর ছাত্র সংগঠন বাংলাদেশ সচেতন ছাত্র ফোরাম পাবনা জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হাসান আকাশ জানিয়েছেন আজ আমাকে বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম পাবনা জেলা শাখা পাবনা সদর ৫ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জনাব শামছুর রহমান শিমুল বিশ্বাস এর পক্ষে জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে যে গুরুদায়িত্ব অর্পণ করেছে সে জন্য আমি সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন, একটি আদর্শ ও লক্ষ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জনসংযোগ এবং প্রচারণার ভূমিকা অপরিসীম। আমার প্রধান লক্ষ্য হবে জনসংযোগ ও প্রচারণার মাধ্যমে একটি শক্তিশালী ও স্বচ্ছ সেতুবন্ধন তৈরি করা।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন