1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের মানবিক পুলিশ এস আই আব্দুর রহিম অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক পরীক্ষার অর্ধেক ফি দিতে না পারায় পরীক্ষার হল থেকে তিন ছাত্রকে বহিস্কার করলো মাদ্রাসা সুপার সুন্দরবনে ২০ বনদস্যু বাহিনীর দাপট, বনদস্যুদের তৎপরতায় আবারও অশান্ত হয়ে উঠেছে জেলে- বনজীবিদের জীবন রূপসায় বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করেছে কোস্ট গার্ড মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বন্দর বাইতুল ফালাহ মহিলা মাদ্রাসা ২০২৫ সালের বার্ষিক পরীক্ষা শুরু। মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলার কিছু বেসিক রুলস আছে । লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর। খুলনায় সাড়ে ৯ ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা বাকৃবি উপাচার্যের সঙ্গে জাইকার উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ময়মনসিংহের মানবিক পুলিশ এস আই আব্দুর রহিম অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

​মোঃ রুবেল মিয়া, ময়মনসিংহ উপজেলা  প্রতিনিধি |

​‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই স্লোগানটি কেবল কথার কথা নয়, বরং নিজের কর্ম ও সততা দিয়ে তা প্রমাণ করে চলেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর (এস আই) মো. আব্দুর রহিম। অপরাধীদের কাছে তিনি যেমন আতঙ্কের নাম, তেমনি অসহায় ও বিচারপ্রার্থী মানুষের কাছে তিনি এক নির্ভরতার প্রতীক। নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে তিনি যেমন কঠোর, তেমনি মানবিকতায় তিনি অনন্য।
​সততা ও সাহসিকতার মূর্ত প্রতীক
এস আই আব্দুর রহিম ময়মনসিংহ কোতোয়ালি থানায় যোগদানের পর থেকেই তাঁর সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সকলের নজর কেড়েছেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি সর্বদা আপসহীন। মাদক ব্যবসা, সন্ত্রাস, ইভটিজিং কিংবা কিশোর গ্যাং—সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেকোনো অপরাধের বিরুদ্ধে তিনি এক অকুতোভয় সৈনিক। কোনো প্রকার হুমকি বা প্রলোভন তাঁকে তাঁর দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারেনি। তাঁর এই নির্ভীক অবস্থানের কারণেই এলাকার অপরাধপ্রবণতা অনেকাংশে হ্রাস পেয়েছে।
​অসহায় মানুষের ‘দেবদূত’
একজন পুলিশ অফিসারের পোশাকের আড়ালে যে একটি কোমল মানবিক হৃদয় থাকতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত এস আই আব্দুর রহিম। থানায় আসা অসহায়, দরিদ্র ও নির্যাতুত মানুষগুলো তাঁর কাছে পায় পরম মমতা ও ন্যায়বিচারের নিশ্চয়তা। গতানুগতিক পুলিশিংয়ের বাইরে গিয়ে তিনি মানুষের কষ্টের কথা শোনেন এবং আইনি সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবেও তাদের পাশে দাঁড়ান। এলাকাবাসীর মতে, তিনি সাধারণ মানুষের জন্য এক ‘দেবদূত’ স্বরুপ।
​সমাজ পরিবর্তনে পুলিশিং দর্শন
এস আই আব্দুর রহিম বিশ্বাস করেন, কেবল লাঠি বা বন্দুক দিয়ে অপরাধ দমন করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা এবং মানুষের আস্থা অর্জন। তিনি মনে করেন, একজন পুলিশ অফিসার চাইলে সমাজের অন্যায়-অত্যাচার আমূল বদলে দিতে পারেন। তার কার্যক্রমে ফুটে ওঠে সমাজ পরিবর্তনের সেই প্রয়াস:
​নিরপেক্ষ তদন্ত: মামলার তদন্তে তিনি সর্বদা নিরপেক্ষতা বজায় রাখেন, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।
​দ্রুত সাড়া প্রদান: যেকোনো বিপদে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যাওয়া তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।
​জনসচেতনতা: অপরাধ দমনের পাশাপাশি তিনি নিয়মিত বিট পুলিশিং ও উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে আইন মান্য করতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে উদ্বুদ্ধ করেন।
​একটি অনুকরণীয় দৃষ্টান্ত
বর্তমানে পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে এস আই আব্দুর রহিম একজন সম্মুখযোদ্ধা। তাঁর মতো সৎ, নির্ভীক এবং মানবিক পুলিশ অফিসার বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব। এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, প্রতিটি থানায় যদি এস আই আব্দুর রহিমের মতো একজন করে অফিসার থাকেন, তবে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর হতে সময় লাগবে না।
​দেশ ও দশের সেবায় এস আই আব্দুর রহিমের এই পথচলা অব্যাহত থাকুক—এটাই ময়মনসিংহবাসীর প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট