গোয়াইন ঘাট থানার ওসি মোঃ তরিকুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

মোঃআলকাছ আহমদ সিলেট জেলা প্রতিনিধি
সিলেট জেলা পুলিশের অক্টোবর-২০২৫ খ্রিষ্টাব্দ মাসের পারফরমেন্স মূল্যায়নে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে সিলেট পুলিশ লাইনসে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান তার হাতে পুরস্কারটি তোলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা তদন্ত নিষ্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধারসহ থানা এলাকার অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ওসি তরিকুল ইসলাম তালুকদারকে এই সম্মাননা প্রদান করা হয়।
এ ব্যাপারে সিলেটের শ্রেষ্ঠ ওসি তরিকুল ইসলাম বলেন, এ সম্মান গোয়াইনঘাটবাসীর। থানা পুলিশের সবার সমন্বিত প্রচেষ্টার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।
পুরষ্কার গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন