প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৩:৪৮ পি.এম
গোয়াইন ঘাট থানার ওসি মোঃ তরিকুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত
মোঃআলকাছ আহমদ সিলেট জেলা প্রতিনিধি
সিলেট জেলা পুলিশের অক্টোবর-২০২৫ খ্রিষ্টাব্দ মাসের পারফরমেন্স মূল্যায়নে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে সিলেট পুলিশ লাইনসে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান তার হাতে পুরস্কারটি তোলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা তদন্ত নিষ্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধারসহ থানা এলাকার অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ওসি তরিকুল ইসলাম তালুকদারকে এই সম্মাননা প্রদান করা হয়।
এ ব্যাপারে সিলেটের শ্রেষ্ঠ ওসি তরিকুল ইসলাম বলেন, এ সম্মান গোয়াইনঘাটবাসীর। থানা পুলিশের সবার সমন্বিত প্রচেষ্টার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।
পুরষ্কার গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত