গাঁজা-মদসহ দুইজনকে আটক করল কোস্টগার্ড
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
-
১৫
বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধিঃ আলমগীর হোসাইন
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে দুই মাদককারবারীকে হাতেনাতে আটক করেছে কোস্টগার্ড। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে কালীগঞ্জ জোনের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা ও ১ বোতল দেশীয় মদ জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক পাচার ও বিভিন্ন অপরাধ রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন