প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:৩৭ এ.এম
গাঁজা-মদসহ দুইজনকে আটক করল কোস্টগার্ড
হিজলা প্রতিনিধিঃ আলমগীর হোসাইন
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে দুই মাদককারবারীকে হাতেনাতে আটক করেছে কোস্টগার্ড। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে কালীগঞ্জ জোনের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা ও ১ বোতল দেশীয় মদ জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক পাচার ও বিভিন্ন অপরাধ রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত