নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের পাকা রাস্তার পাশে গতকাল সন্ধ্যায় যে অজ্ঞাত যুবকের মুখ বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছিল, অবশেষে তার পরিচয় মিলেছে
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে
Oplus_16908288

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
নিহতের নাম জিহাদ (২৫), পিতা শফিকুল ইসলাম, গ্রাম থলকুড়ি (গদনকুড়ি), রামানন্দ খাজুরা ইউনিয়ন, সিংড়া, নাটোর।জানা গেছে:জিহাদ ছিলেন একটি ব্যাটারি চালিত অটোরিকশার মালিক ও চালক।গতকাল বিকেলে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।আজ তার দাদা মমতাজ কাজী লাশটি সনাক্ত করেন।পরিবারের দাবি:জিহাদকে পরিকল্পিতভাবে হত্যা করে অটো ছিনতাই করা হয়েছে।বিষয়টি নিয়ে এলাকায় শোক ও ক্ষোভের ছায়া বিরাজ করছে।পুলিশ মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। তদন্ত চলছে।জিহাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে সিংড়াবাসী।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন