প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৪:৪৩ পি.এম
নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের পাকা রাস্তার পাশে গতকাল সন্ধ্যায় যে অজ্ঞাত যুবকের মুখ বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছিল, অবশেষে তার পরিচয় মিলেছে
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
নিহতের নাম জিহাদ (২৫), পিতা শফিকুল ইসলাম, গ্রাম থলকুড়ি (গদনকুড়ি), রামানন্দ খাজুরা ইউনিয়ন, সিংড়া, নাটোর।জানা গেছে:জিহাদ ছিলেন একটি ব্যাটারি চালিত অটোরিকশার মালিক ও চালক।গতকাল বিকেলে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।আজ তার দাদা মমতাজ কাজী লাশটি সনাক্ত করেন।পরিবারের দাবি:জিহাদকে পরিকল্পিতভাবে হত্যা করে অটো ছিনতাই করা হয়েছে।বিষয়টি নিয়ে এলাকায় শোক ও ক্ষোভের ছায়া বিরাজ করছে।পুলিশ মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। তদন্ত চলছে।জিহাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে সিংড়াবাসী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত