কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
-
৪
বার পড়া হয়েছে

মো:এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে দস্যুতা সংঘটনের প্রস্তুতির অভিযোগে পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ৩০ জানুয়ারি ২০২৬ ইং দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে কিশোরগঞ্জ মডেল থানাধীন বত্রিশ এলাকার জিনারী মসজিদের সামনে পাকা রাস্তায় কয়েকজন ব্যক্তি দস্যুতা করার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ০২ নং বড় বাজার পুলিশ ফাঁড়ির এসআই মোঃ রতন মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ জুনায়েদ (২৫) ও নূর মোহাম্মদ সম্রাট (৩৪)। এ সময় জুনায়েদের কাছ থেকে একটি স্টিলের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
একই দিন ভোর ৫টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ মডেল থানাধীন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রধান গেট এলাকায় দস্যুতা প্রস্তুতির সময় কিলো-১ নাইট ডিউটিতে থাকা এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করেন। এ সময় আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।
এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আশিক (২৪) ও মেহেদী হাসান অনিক (২০)। তাদের কাছ থেকে যথাক্রমে ১১.৫ ইঞ্চি ও ৮.৫ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রসমূহ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন