আইইউবিএটিতে স্প্রিং ২০২৬ ফ্রেশম্যান ইনিশিয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
-
৮
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ, উত্তরা, ঢাকা। ৩১ জানুয়ারি, ২০২৬ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে স্প্রিং ২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ উপলক্ষে ফ্রেশম্যান ইনিশিয়েশন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও একাডেমিক আবহে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে যাত্রা শুরু হয় আনুষ্ঠানিকভাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মার্কেটিং ও করপোরেট ব্যক্তিত্ব এবং প্রফেসর অব প্র্যাকটিস ড. সৈয়দ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির ট্রেজারার প্রফেসর সেলিনা নরগিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রব।
বক্তারা তাদের বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তারা অধ্যবসায়, শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতার গুরুত্ব তুলে ধরেন।
আইইউবিএটি পরিবার স্প্রিং ২০২৬ সেমিস্টারের সকল নবাগত শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে তাদের উচ্চশিক্ষার পথচলা সফল ও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা ব্যক্ত করে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন