1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা বাকৃবিতে কর্মচারীদের ‘প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত বগুড়ায় ৫০তম সাহিত্য আড্ডায় চিলেকোঠা সাহিত্য পরিষদ সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্ট নরসিংদী জেলার (০৫)টি আসনে জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি নরসিংদীর শিবপুর ভরতের কান্দি হাজী গিয়াস উদ্দিন মোল্লা এর বাড়ি থেকে ৩৩১ টি পুরাতন গুলি উদ্ধার করেছেন পুলিশ বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ

বাকৃবিতে কর্মচারীদের ‘প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ, বাকৃবি, ময়মনসিংহ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট(জিটিআই) এর তত্ত্বাবধানে “প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার সকাল ৯.৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির।
জিটিআই পরিচালক প্রফেসর ড. মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং লেকচারার ডা: মো: সবুজ রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. বেনতুল মাওয়া।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই প্রশিক্ষণ আপনাদের জন্য একটা সুযোগ। বিশেষ করে কীভাবে একটা প্রশাসন চলে, প্রশাসনের কোন স্তরে আপনার অবস্থান, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং প্রশাসক কারা; তাদের সাথে আপনার দায়িত্ব, কর্তব্য, আচার-আচরণ, নীতি, নৈতিকতা, ডিসিপ্লিন, চাকরিবিধি এসমস্ত জিনিস এই প্রশিক্ষণে আপনারা জানবেন। তিনি আরো বলেন , “শুধু জানলে হবে না, এটা আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, বাস্তবতায় রূপ দিতে হবে এবং কাজকর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে”।​ কর্মক্ষেত্রে কোনোভাবেই বিলম্ব করা যাবে না, এক মিনিটও না। সময়মতো অফিসে আসতে হবে, হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে, অফিস ডিসিপ্লিন মেনে চলতে হবে, চাকরিবিধি মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয়কে নিজের মনে করে এর সুনাম অক্ষুণ্ণ রেখে উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, প্রফেসর ড.এ কে এম রফিকুল ইসলাম,প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন- ১) ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমদ, লেকচারার আইরীন আক্তার প্রমুখ।
উল্লেখ্য, বাকৃবির বিভিন্ন বিভাগের ৩০ জন কর্মচারি অংশগ্রহণে ২৫ জানুয়ারী থেকে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত দুই সপ্তাহব্যপী এই প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট