বগুড়ায় ৫০তম সাহিত্য আড্ডায় চিলেকোঠা সাহিত্য পরিষদ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
-
২
বার পড়া হয়েছে

বগুড়া : প্রতিনিধি তানসেন আলী মন্টু
বগুড়ার সৃজনশীল সাহিত্য সংগঠন চিলেকোঠা সাহিত্য পরিষদের উদ্যোগে উদযাপিত হলো মাইলফলক স্পর্শকারী ৫০তম সাহিত্য আড্ডা।শুক্রবার শহরের জলেশ্বরীতলায় স্থপতিয়া ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি, লেখক ও গবেষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত সাহিত্য মিলনমেলায় পরিণত হয়। ৫০তম আড্ডার বিশেষ আকর্ষণ ছিল সংগঠনের আগামী এক বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ।
বগুড়ার সাহিত্য অঙ্গনকে আরও গতিশীল করতে এবং তৃণমূলের প্রতিভাবান লেখকদের সুসংগঠিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়মিত প্রকাশনা, সাহিত্য পুরস্কার প্রবর্তন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাহিত্যমুখী করার উদ্যোগ অন্যতম।
সাহিত্য আড্ডায় আমন্ত্রিত কবি ও লেখকগণ তাদের সদ্য রচিত কবিতা, গল্প ও প্রবন্ধ পাঠ করেন। পাঠোত্তর পর্বে প্রতিটি লেখার শৈল্পিক ও কাঠামোগত দিক নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। বক্তারা বলেন, নিয়মিত এই ধরনের পাঠচক্র নতুন লেখকদের মানসম্মত সৃষ্টিতে উদ্বুদ্ধ করে এবং সাহিত্যের মান বজায় রাখতে সাহায্য করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলেকোঠা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি প্রতীক ওমর। অতিথিরা বক্তব্যে বলেন, সাহিত্য হলো সমাজের দর্পণ। গবেষণাধর্মী সাহিত্যচর্চা না হলে আমাদের ইতিহাস বিকৃত হয়ে যেতে পারে। চিলেকোঠা সাহিত্য পরিষদ দীর্ঘ দিন ধরে যে নিরবচ্ছিন্ন আড্ডা চালিয়ে যাচ্ছে, তা বগুড়ার সাংস্কৃতিক ইতিহাসে বিরল দৃষ্টান্ত। একটি সংগঠনের ৫০তম আড্ডা সফলভাবে সম্পন্ন করা সহজ কাজ নয়। এখানে যুক্ত থাকা প্রতিটি মানুষ সাহিত্যের প্রতি দায়বদ্ধ বলেই আজ এই মাইলফলক স্পর্শ করতে পেরেছি।
বক্তব্য রাখেন ও লেখা পাঠ করেন, কৃষি ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার গবেষক মোবিন মাসুদ, কবি প্রাবান্ধিক বাপ্পা আজিজুল, এ্যালবাম সম্পাদক ও চিলেকোঠা সাহিত্য পরিষদের সহসভাপতি কবি মনজু রহমান, কবি একে আজাদ, প্রকাশনা সম্পাদক ও সৃষ্টি সম্পাদক কবি হাসান রুহুল, অনুপ্রাস সম্পাদক ও চিলেকোঠা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সেলিম এমরাজ, সহসাধারণ সম্পাদক এনাম আহমেদ, কবি আখতার ইবনে জওহর, কবি সাদিক স্বপন প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন