লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
-
৩
বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
উন্নত জনপদ সমৃদ্ধ বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে কুমিল্লার লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
২৫৬-কুমিল্লা ১০ (লালমাই-নাঙ্গলকোট) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে উপজেলার বাগমারা বাজারে দাঁড়িপাল্লা মার্কার গণমিছিল শেষে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে তিনি এই মতবিনিময় করেন।
ইয়াছিন আরাফাত বলেন, লালমাই-নাঙ্গলকোট আসনে দাঁড়িপাল্লা নির্বাচিত হলে এই এলাকায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। প্রতিহিংসা, হানাহানি, গুম, খুন সহ সকল অনিয়ম অত্যাচার লালমাই-নাঙ্গলকোট থেকে বিতাড়িত করা হবে। ন্যায়ের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে চান তিনি। ক্ষমতায় গেলে লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে সরকারিভাবে প্রেসক্লাবের ভবন নির্মাণেরও আশ্বাস দেন তিনি।
লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক কবির হোসেন, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি আবদুল ওয়াদুদ তালুকদার ও সেক্রেটারী ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন