নরসিংদীতে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
-
৫
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”— এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও দাবা টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর যৌথ আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯ জানুয়ারি ২০২৬ তারিখ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নরসিংদী জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম সামসুজ্জামান মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশিকুর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদীর উপপরিচালক জনাব মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর সভাপতিত্বে ভলিবল, ব্যাডমিন্টন ও দাবা খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সহ উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন