ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
-
৩
বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রাধিকা এলাকায় ৫.৮ কেজি গাঁজা, একটি ব্যাটারি চালিত অটোরিক্সাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন নৃশংস ও ঘৃণ্য অপরাধ দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনসাধারণের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গঠনে র্যাবের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ১৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখ আনুমানিক দুপুর ৪টা ০৫ মিনিটে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন সুলতানপুরস্থ রাধিকা চৌমুহনীর পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে একটি লাল রঙের ব্যাটারি চালিত অটোরিক্সা র্যাবের উপস্থিতি টের পেয়ে ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করলে অটোরিক্সার চালক শিহাব মিয়া (২০) ও যাত্রী রবিন মিয়া (১৮)-কে বিকাল ৫টা ০৫ মিনিটে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিক্সার ভেতরে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো মতে অটোরিক্সার ভেতরে থাকা লাল রঙের প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিনে মোড়ানো ও খাকি রঙের স্কচ টেপ দ্বারা প্যাকেট করা একটি বান্ডিলে মোট ৫.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত,শিহাব মিয়া (২০), পিতা: শাহেদ মিয়া, সাং: কাশিনগর রবিন মিয়া (১৮), পিতা: কামাল মিয়া, সাং: নলঘরিয়া উভয়ের থানা: বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাদের এবং জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সাদেক চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
তারিখ ১৮/০১/২০২৬
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন