1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ রাজধানীর উত্তরার অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রামের একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের-এর গভীর শোক। কুমিল্লা জেলার নাঙ্গলকোটে সংঘর্ষে নিহত ২, আহত ১৫।

বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ আবু ছালেহ বিপ্লব, বরিশাল বিভাগীয় ব্যুরো চীফ

বরিশাল বিভাগের পটুয়াখালীর বাউফল উপজেলায় জাতীয় দৈনিক মানবকথা–এর বাউফল উপজেলা প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ী মো. আনিচুর রহমান (৪২) এবং জাতীয় পত্রিকা দৈনিক বর্তমান কথার, বরিশাল বিভাগীয় ব্যুরো চীফ সাংবাদিক মোঃ আবু ছালেহ (বিপ্লব)-(৪৯) এর উপর গত বুধবার রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকার সময় কালিশুরী ব্রিজের ওপর হামলা করে, সেই ঘটনার যের কাটতে না কাটতেই পুনরায় পটুয়াখালীর বাউফল উপজেলার জাতীয় দৈনিক মানবকথা–এর বাউফল উপজেলা প্রতিনিধিকে প্রকাশ্যে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে বাউফল থানার পূর্ব পাশে ইলিশ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ফয়সাল জোমাদ্দার, তার ছেলে অর্ক ও সূর্য নামের এক ব্যক্তি সংঘবদ্ধভাবে আনিচুর রহমানের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় আনিচুর রহমান বলেন,
“আমি একজন ব্যবসায়ী ও পেশাদার সংবাদকর্মী। ফয়সাল জোমাদ্দার দীর্ঘদিন ধরে আমার কাছে বিভিন্নভাবে টাকা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে গুলি করার হুমকিও দেওয়া হয়। আজ সকালে সেই হুমকিরই বাস্তব রূপ দেখি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং আইনগত ব্যবস্থা নেব।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন বাউফল উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফয়সাল জোমাদ্দার। তিনি বলেন,
“আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার ছেলে অর্ক পটুয়াখালীতে পরীক্ষা দিতে যাওয়ার পথে বাউফল ইলিশ চত্বরে আনিচুর আমার ছেলেকে হামলা করে। বিষয়টি মীমাংসা করতে গেলে উল্টো আমাকেও মারধর করা হয়।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিদ্দিকুর রহমান বলেন,
“ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান। পর পর দুজন সাংবাদিকের উপর হামলা এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও জীবন নাশকতার হুমকি ধামকি প্রদান করে তাই দেশের এই ক্রান্তিলগ্নে যদি সাংবাদিকদের উপর হামলা এবং জীবন নাশকতার হুমকি ধামকি প্রদান করেই যাচ্ছে তাই এই অপরাধের সঠিক বিচারের জন্য বরিশাল বিভাগ এবং পটুয়াখালী জেলার বাউফল থানার সকল সাংবাদিক মানববন্ধন কর্মসূচি পালন করতে বাধ্য হবে, তাই পুলিশ প্রশাসনের প্রতি আবেদন অতি দ্রুত এই সকল অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহন করার জন্য পুলিশ প্রশাসনের শক্ত ভুমিকা পাললের মাধ্যমে এই ধরনের অপরাধের বিচারের জন্য জোর দাবী জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট