ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
-
২
বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম বৃহৎ ও সুপরিচিত সামাজিক সংগঠন “ভোরের সাথী”–এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ভোরের সাথী সংগঠনের সভাপতি আতিকুল হক আতিক–এর আহ্বানে এবং সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে মৌলভীবাজার জেলার মনোরম পর্যটন এলাকা শ্রীমঙ্গল ওয়াটারলিলি রিসোর্টে দিনব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভোরের সাথী সংগঠনের প্রায় ৬৪০ জন সদস্য অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে ছিল আনন্দ ভ্রমণ, মিলন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। এতে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে “ভোরের সাথী” ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।সাংস্কৃতিক পর্বে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে গান, আবৃত্তি ও বিনোদনমূলক পরিবেশনা উপস্থিত সকলের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করে। দিনশেষে স্মৃতিচারণ, ফটোসেশন ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে সফলভাবে মিলন মেলার সমাপ্তি ঘটে।
সাদেক চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া
তারিখ ১৭/০ ১/২০২৬
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন