শেরপুরে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শতাধিক শীতবস্ত্র বিতরণ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
-
২
বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন, শেরপুর প্রতিনিধি:
বিদ্যুৎ সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শেরপুর পল্লী বিদ্যুতের চাকরিরত কর্মকর্তাদের নিজস্ব অর্থায়নে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া আলহাজ্ব আব্দুল সাত্তারের বাড়িতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ১০০টি কম্বল বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী জেনারেল ম্যানেজার (জিএম)মাইন উদ্দিন আহমদ।এসময় উপস্থিত ছিলেন, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ আতিকুল আলম, ডিজিএম খন্দকার তমালউল আলম,শেরপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল, মো: রেজওয়ানুর রহমান বকুল, সাংবাদিক হারুন অর রশীদ সহ আরো অনেকে।শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী জেনারেল ম্যানেজার (জিএম)মাইন উদ্দিন আহমদ বলেন, শুধু বিদ্যুৎ সরবরাহ নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই পল্লী বিদ্যুৎ বিভিন্ন সময়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন