নরসিংদী জেলা পুলিশের অভিযানে গাঁজা উদ্ধারসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
-
৬
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী
রায়পুরা থানার এসআই (নিঃ)/হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটি করাকালীন রায়পুরা থানাধীন মাহমুদাবাদ সাকিনস্থ লিজা জর্দ্দা কোম্পানীর সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। দানা মিয়া (৪০), পিতা-জামাল মিয়া, সাং-আতুকুড়া (ফান্দাউক), থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া ও ২। শ্রী রাজকল ওরফে বিকি (২১), পিতা-জগমোহন কল, সাং-বৈকন্ঠপুর চা বাগান (হারাধন মাস্টারের বাড়ী), থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জদের দখল হতে ০২ (দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ঘটনা_২ বেলাব থানাধীন দড়িকান্দি বাসষ্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের পাশে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ী মোঃ মিন্টু মিয়া (৪৫), পিতা-মোঃ তালেব আলী, মাতা-মোসাঃ চন্দ্রা বানু, সাং-সেজামুড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া এর হেফাজত হতে ০১ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন।
এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনা_৩ গত ০৮/০১/২০২৬ তারিখ ১৮.১৫ ঘটিকায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই/মোঃ ওবায়দুল্লাহ সংগীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর থানাধীন দত্তেরগাঁও ভিটিপাড়া সাকিনন্থ দত্তেরগাঁও জামে মসজিদের পূর্ব পাশে মাদক ব্যবসায়ী ইব্রাহিম মোল্লার বসত ঘরের পূর্বপাশের কক্ষের ভিতর খাটের নীচ হতে ১.২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মো: ইব্রাহিম মোল্লা (৫৩), পিতা- গিয়াস উদ্দিন মোল্লা, মাতা-নুর জাহান বেগম, সাং-দত্তেরগাঁও (ভিটিপাড়া), ২। মেহেদী খান(২২) পিতা- মোমেন খান মাতা- ছালমা বেগম সাং- দত্তেরগাঁও( মধ্যপাড়া), ৩। মোঃ রুবেল(৩৫) পিতা- মৃত-ফজলু মিয়া মাতা- নাছিমা বেগম সাং- দত্তেরগাঁও (ভিটিপাড়া) সর্ব থানা- শিবপুর মডেল, জেলা- নরসিংদীদেরকে গ্রেফতার করেন।
এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন