1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শতাধিক শীতবস্ত্র বিতরণ নন্দীগ্রামে প্রশিক্ষণ কর্মশালা : তারেক রহমানের নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়ন করবে প্রশিক্ষিত ছাত্রদল বাউফলে বিএনপির প্রার্থীর নেতাকর্মীদের লুটপাট এবং চাদা দাবীর অভিযোগ এবং আইনশৃঙ্খলার চরম অবনতি! বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও কল্যাণে জীবন উৎসর্গ করে গেছেন: মিলন নরসিংদী জেলা পুলিশের অভিযানে গাঁজা উদ্ধারসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি চাঁন সওদাগর আটক, অস্ত্র ও মাদক উদ্ধার স্কোপাস ইনডেক্স র‌্যাংকিংয়ে বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাকৃবির ১০ জন শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম -সমাজকল্যাণ সচিব লালমাইয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ট্রাক্টর জব্দ লাখো ভক্তের ঢলে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে শুরু মহাপবিত্র বিশ্ব উরস শরীফ

স্কোপাস ইনডেক্স র‌্যাংকিংয়ে বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাকৃবির ১০ জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মোহাম্মদ আল-আমীন আহমেদ

আন্তর্জাতিক গবেষণা সূচক স্কোপাস ইনডেক্সের র‌্যাংকিংয়ে বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ জন গবেষক। ২০২৫ সালে আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যার ভিত্তিতে এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক ও একজন সাবেক শিক্ষার্থী।

শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, স্কোপাস ও ওয়েব অব সায়েন্স বিশ্বব্যাপী বৈজ্ঞানিক জার্নালের মান যাচাই করে সেগুলোকে নিজ নিজ ডাটাবেজে ইনডেক্সভুক্ত করে থাকে। এসব ডাটাবেজে প্রকাশিত গবেষণাপত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিসেবে গণ্য হয়। স্কোপাস ডাটাবেজে প্রতিটি গবেষকের জন্য পৃথক স্কোপাস আইডি নির্ধারিত থাকে, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ের গবেষণা কার্যক্রম ও প্রকাশনার তথ্য সংরক্ষণ করা হয়। গবেষণাপত্রের সংখ্যা ও মানের ভিত্তিতে প্রতি বছর গবেষকদের র‌্যাংকিং প্রকাশ করে থাকে স্কোপাস ইনডেক্স।

স্কোপাস ডাটাবেজের তথ্য অনুযায়ী ২০২৫ সালে বাকৃবির সেরা ১০ গবেষক হলেন—
অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক,
কৃষিব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম,
মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন,
কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা বেগম,
মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান,
মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. সুকুমার সাহা,
এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সাবেক শিক্ষার্থী নুসরাত জাহান,
কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা,
সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম
এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম।

তালিকায় স্থান অর্জন প্রসঙ্গে অধ্যাপক ড. মো. গোলজার হোসেন বলেন,
‘বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও গবেষক হিসেবে একাডেমিক দায়িত্বের পাশাপাশি গবেষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক প্রকাশনা ও প্যাটেন্ট একজন গবেষকের সাফল্যের বড় মানদণ্ড। সে হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০০ জন শিক্ষকের মধ্যে স্কোপাস-ভিত্তিক জার্নালে ২০২৫ সালের প্রকাশনার সংখ্যায় তৃতীয় স্থানে থাকা আমার জন্য আনন্দের বিষয়।’

তিনি আরও বলেন,
‘এই সাফল্যের পেছনে আমার গবেষণা টিমের সদস্য, সহকর্মী, গবেষণা সহযোগী, অনুদান প্রদানকারী সংস্থা, বাকৃবি কর্তৃপক্ষ ও পরিবারের অবদান রয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। তালিকায় থাকা সম্মানিত সকলকে অভিনন্দন জানাই এবং আশা করি আমাদের গবেষণা প্রকাশনা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংকে আরও এগিয়ে নেবে।’

উল্লেখ্য, ২০২৪ সালেও এই তালিকায় বাকৃবির নয়জন শিক্ষক ও একজন সাবেক শিক্ষার্থী স্থান পেয়েছিলেন। এবছর তালিকায় বেশ কয়েকজন গবেষকের পুনরাবৃত্তি ঘটেছে। নতুন করে স্থান করে নিয়েছেন চারজন শিক্ষক ও একজন শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট