ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ৯ দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
-
৮
বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৯ দোকানিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় বিভিন্ন দোকানিকে এ অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো শাহিন ইলেক্ট্রনিক্সকে ৫ হাজার টাকা, শামীম ইলেক্ট্রনিক্সকে ২ হাজার টাকা, মনা ইলেক্ট্রনিক্সকে ২ হাজার টাকা, ইতি ইলেক্ট্রনিক্সকে ৩ হাজার টাকা, মনিমুক্তা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, শামছুল স্টোরকে ৩ হাজার টাকা, শাকিব স্টোরকে ৩ হাজার টাকা, শফিকুল স্টোরকে ৩ হাজার টাকা এবং কে.জেড এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক জানান, জনস্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন