ঝিনাইগাতীতে সুজনের কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রত্যয়ে সুজন (সুশাসনের জন্য নাগরিক) শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কমিটির উদ্যোগে কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলার ফ্রেন্ডস ওয়ার্ল্ড ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান হালিমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মেহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সুজনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সুজনের সাধারণ সম্পাদক শওকত আলী এবং জেলা সুজনের নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম।
সভায় সুজনের ঝিনাইগাতী উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উপজেলা কমিটি পুনর্গঠন, আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় পর্যায়ে সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচকরা বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হলে জনগণকে সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে।
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা ছাড়া দেশে টেকসই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়—এমন অভিমত ব্যক্ত করেছেন সুজন—সুশাসনের জন্য নাগরিক-এর নেতৃবৃন্দ। তারা বলেন, গণতান্ত্রিক উত্তরণের প্রধান শর্ত হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা।
সভায় ঐক্যবদ্ধভাবে সুজনের আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মেহেদী হাসান হালিমকে সভাপতি, সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামে সহ-সভাপতি, অ্যাডভোকেট মো. আল আমিনকে সাধারণ সম্পাদক, মশিউর রহমানকে যুগ্ন সাধারণ সম্পাদক, প্রাণ কুমার চিসামকে কোষাধ্যক্ষ এবং রেজাউল করিমকে কার্যকরি সদস্য করে এক বছর মেয়াদি ৩১ সদস্যবিশিষ্ট ঝিনাইগাতী উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
আলোচকরা বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হলে জনগণকে সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন