
তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি ।
নরসিংদী- (০৩) শিবপুর আসনে একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে মনজুর এলাহীর বিএনপি’র মনোনয়ন বঞ্চিত করতে বিভিন্নভাবে পাঁয়তারা করছে। এ আসনে বিএনপি প্রার্থী এখনো ঘোষণা করেনি। আসনটি বিএনপির ঘাঁটি ও দুর্গ হিসেবে পরিচিত। এ আসনে এবার বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জননেতা আলহাজ্ব মঞ্জুর মনজুর এলাহী। তিনি জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি। সরজমিনে গিয়ে
জানা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মনজুর এলাহী ব্যক্তিগত উদ্যোগে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ঈদগাহ, কবরস্থান, মন্দির, রাস্তাঘাট, হাট বাজার, গরিব দরিদ্র অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করে আসতেছে । অনেক আগে থেকেই বিশিষ্ট দানবীর হিসেবে খেতাব অর্জন করেছেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে সভা সমাবেশ করেছেন। বিগত দিনে দলীয় কর্মসূচি ও বাস্তবায়ন করতে শতভাগ সফল হয়েছেন তিনি। কেবল রাজনৈতিক দলের নেতাকর্মী নন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, রিকশাচালক, দিনমজুর সহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি নিবেদিত প্রাণ।
তৃণমূলের নেতাকর্মীরা জানান, রাজনীতির মাঠে জনপ্রিয় নেতা হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য যা যা দরকার আলহাজ্ব মনজুর এলাহীর মধ্যে তার সব গুণাবলী রয়েছে। বেশি জনপ্রিয় তাই তার কাল হয়ে দাঁড়িয়েছে। একটি বড়ধরনের বিশাল চক্র তার জনপ্রিয়তাকে সহ্য করতে পারছে না।
আগামী সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মের জননেতা আলহাজ্ব মনজুর এলাহীকে মনোনয়ন দেয়া হলে দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন করবেন- এমনটাই স্থানীয় জনসাধারণের প্রত্যাশা। তারা বলেন, আলহাজ্ব মনজুর এলাহী নরসিংদী-৩ (শিবপুর) থেকে মনোনয়ন পেলে দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ্ । শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তিনি কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবেন সুধী সমাজ মনে করেন। চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত এবং শিক্ষা ও শিল্পনগরী গড়তে অগ্রণী ভূমিকা পালন করবেন। শুধু তাই নয় তার সততা, নিষ্ঠা, উন্নয়ন, অগ্রগতি, শিক্ষা, অর্থনীতি, আইন প্রণয়ন- সবক্ষেত্রেই তুখর রাজপথের লড়াকু সৈনিক,বার বার কারা নির্যাতিত, বৈষম্য আন্দোলনে অগ্ৰণী ভূমিকা পালন করেন। আলহাজ্ব মনজুর এলাহীর দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। তিনি ত্যাগী পরীক্ষিত স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ।
২০০৯ ও ২০১৪ সালে পরপর দু’বার আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এ ব্যাপারে আলহাজ্ব মনজুর এলাহী বলেন, মনোনয়ন দেবেন- কাকে দিবেন না দিবেন একমাত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাল জানেন। হতাশ হওয়ার কিছু নেই। দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।