
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, তানসেন আলী মন্টু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মো. মোশারফ হোসেন। তিনি একইদিনে কাহালু ও নন্দীগ্রাম উপজেলা থেকে দুটি মনোনয়ন উত্তোলন করেছেন। দিনভর দুই উপজেলার নেতাকর্মীরা উল্লাসে মাতেন। খালেদা জিয়া, ধানের শীষ ও লিডার আসছে (তারেক রহমান) স্লোগানে পৃথক আনন্দ মিছিল বের করে।গতকাল সোমবার দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদে উপস্থিত হন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দলের মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন। তাঁর হাতে মনোনয়ন ফরম তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন আরা।এদিন সকালে কাহালু উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন বিএনপির প্রার্থী। ধানের শীষের প্রচারণা ও প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে স্বাগত মিছিলে অংশ নেন নন্দীগ্রাম উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, আবুল কালাম আজাদ, আব্দুল মতিন এবং জিয়াউর রহমান।উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, জহুরুল ইসলাম, আব্দুল হাকিম, ইয়াছিন আলী, রেজাউল করিম, গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, সাদিকুল ইসলাম শাহীন, মহিলা দলের সভাপতি রেশমা আরা সাথী, সাধারণ সম্পাদক পাপিয়া সুলতানা, উপজেলা কৃষকদল সভাপতি ইস্কান্দার মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নূরনবী। মনোনয়ন উত্তোলন প্রসঙ্গে বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থী ও সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, অভিমান বা বৈষম্য নয়, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। বর্তমানে আমি যে অবস্থানে পৌঁছেছি, এটা জনগণের অবদান, তাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন। তিনি বলেন, জনগণের সমর্থনই আমার শক্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের সাম্য, মানবিক এবং বিনয়ের বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা চাই।