
মোঃ রুবেল মিয়া, সদর, ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী থানাধীন বওলা গ্রামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি দখল, লক্ষাধিক টাকার গাছ কাটা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ভুক্তভোগী হাবিবুর রহমান ও তার পরিবার পৈত্রিক জমি রক্ষায় স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছেন। ঘটনার বিবরণ: অভিযোগ সূত্রে জানা গেছে, বওলা মৌজায় মৃত আজমাত আলীর রেখে যাওয়া প্রায় ১.০০ একর জমি (বি আর এস ৪৯৫ নং দাগ, ৯৪ নং খতিয়ান) তার উত্তরাধিকারীরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। ভুক্তভোগী হাবিবুর রহমানের দাবি, গত ১ ডিসেম্বর স্থানীয় চানু মিয়া (৬০), রুবেল মিয়া (৩০) ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে। তারা সেখানে থাকা প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ফলজ ও বনজ গাছ কেটে ফেলে এবং জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালায়। আইন অমান্যের অভিযোগ:হাবিবুর রহমান জানান, ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ সরজমিনে তদন্ত করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। কিন্তু বিবাদী পক্ষ আইনের তোয়াক্কা না করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। ইতিপূর্বে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও বিবাদী পক্ষ কোনো সিদ্ধান্ত মানেনি। উল্টো বাধা দিতে গেলে হাবিবুর রহমান ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।ভুক্তভোগীর বক্তব্য: হাবিবুর রহমান বলেন, “আমাদের বৈধ ক্রয়সূত্রে পাওয়া এবং রেকর্ডীয় জমি বিবাদীরা কোনো কাগজপত্র ছাড়াই গায়ের জোরে দখল করতে চাইছে। আমরা এখন নিজ ভূমিতে পরবাসী হয়ে পড়েছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের জান-মালের নিরাপত্তা এবং পৈত্রিক ভিটা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি সুবিচারের আশায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।