বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ, ময়মনসিংহ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫’। জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক। সঞ্চালনায় ছিলেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ। সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলনের পর প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলরসহ জাতীয় দিবস উদযাপন কমিটি। পরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালিত হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যও বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগ ও পর্যায়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন