নরসিংদীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

সালমা (স্টাফ রিপোর্টার)
আসন্ন জাতীয় নির্বাচনকে ইতিহাসের সর্বোত্তম ও সর্বাধিক অংশগ্রহণমূলক করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বুধবার সকালে নরসিংদী পুলিশ লাইনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। শান্তিপূর্ণ ভোট পরিবেশ নিশ্চিত করতে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।”
মতবিনিময় শেষে তিনি জেলা কারাগার পরিদর্শন করেন এবং পরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ সময় রাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউম, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি সফল নির্বাচনের মূল চাবিকাঠি। সরকার সেই পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর।”
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন