
স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ, ময়মনসিংহ:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবনিযুক্ত নিরাপত্তা রক্ষীদের মাঝে নতুন ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি নবনিযুক্ত নিরাপত্তা রক্ষীদের হাতে ইউনিফর্ম তুলে দেন এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নিরাপত্তা কাউন্সিলের পরিচালক প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনকালে পূর্ণাঙ্গ ইউনিফর্ম, লাঠি ও বাঁশিসহ উপস্থিত থাকার গুরুত্ব তুলে ধরেন। তিনি ইউনিফর্ম ক্রয়ের জন্য বরাদ্দ প্রদান এবং সার্বিক সহযোগিতার জন্য ভাইস-চ্যান্সেলরকে ধন্যবাদ জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা যেমন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ মোশাররফ উদ্দীন ভূঞা, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. মুনীর হোসেন, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. হুমায়ুন কবির, প্রধান খামার তত্ত্বাবধায়ক কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান, এস্টেট অফিসার জনাব হাবিব মোহাম্মদ সাইফুর রহমান এবং চিফ সিকিউরিটি অফিসার (ইনচার্জ) জনাব মো. নজমুল ইসলামসহ বিভিন্ন জোন ইনচার্জ, নিরাপত্তা শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।