ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর)। জাতীয় দিবস দুইটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে শেরপুরের ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ডিসেম্বর) উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দিতা রানী ভৌমিক, ওসি মো. আল আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহাব, উপজেলা বিএনপি‘র আহবায়ক মো. শাহজাহান আকন্দ, উপজেলা জামাতের আমির মাওলানা মো. নুরুল ইসলাম, সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল সভার সকল মতামত ও প্রস্তাব গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন