নন্দীগ্রামে দুর্নীতি প্রতিরোধ কমিটিকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রামে নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন ইউএনও আরিফুল ইসলাম।
তিনি বলেছেন, দুর্নীতি প্রতিরোধ কর্মযজ্ঞকে উপজেলার গ্রামীণ জনপদে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। সকল প্রতিনিধিকে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করুন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ইউএনও আরিফুল ইসলামের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার।
উপস্থিত ছিলেন নবগঠিত দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ফজলুল হক কাশেম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুদ্দোজা তৌফিক, সদস্য মহসিন আলী, প্রভাষক রাব্বি হোসাইন, আশরাফুল আলম প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন