পরিবার কল্যাণ কর্মীরা বঞ্চনার শিকার, নন্দীগ্রামে কর্মবিরতি
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :তানসেন আলী মন্টু
নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে বগুড়ার নন্দীগ্রামে কর্মবিরতি পালন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। বক্তারা বলেন, তারা রাজস্ব খাতভুক্ত হয়েও নিয়োগবিধি না থাকায় পদোন্নতি, বেতন গ্রেডে উন্নীত ও চাকরিগত সুযোগ সুবিধা থেকে বঞ্চনার শিকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির সমর্থনে নন্দীগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে কর্মীরা। পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীরা ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন।
আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিদপ্তরের নন-ক্যাডার কর্মচারী নিয়োগ বিধিমালা কুয়েরির নামে জটিলতায় দীর্ঘ ২৬ বছর বাস্তবায়ন হয়নি।
বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা সদস্য আবিদুর রহমান, মাসুদ রানা, রবিউল আউয়াল, ফাতেমা খাতুন, সাদিয়া আফরোজ প্রমুখ।
কর্মবিরতি চলাকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন