
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মোঃ দিলুয়ার হোসেন
(২৪ নভেম্বর ) সকল ৯ টার দিকে আশরাফুল ইসলাম নামে ৫ বছরের এক শিশু চুরি হওয়ার খবর পাওয়া গেছে । সে জাহাংগীর নগর ইউনিয়নের উত্তর ডলুরা গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে সে শহীদ মিনার এলাকা জাহাঙ্গীর নগর ইউনিয়ন এর সুনামগঞ্জ সদর থানা হইতে মিসিং হয়ে যায় ।
পড়ে অনেক খুঁজাখুজ ও এলাকায় মাইকিং করে না পেয়ে পরবর্তীতে ছেলের বাবা আব্দুল কদ্দুছ বিকাল ৪ ঘটিকার সময় সুনামগঞ্জ সদর থানায় জিডি করেন, ছেলের বাবা আব্দুল কদ্দুছ তার আত্মীয় গোলাম আজম এর দারা উক্ত সংবাদ পাইয়া শাল্লা থানা এলাকার মাহমুদ নগর বাজারে শিশুটি সহ মোফাজ্জল (৪৭) নামক ব্যক্তি কে স্থানীয় জনগণ আটক করে এলাকার বর্তমান মেম্বার প্রভাত দাস কে অবগত করলে মেম্বার প্রভাত দাস শাল্লা থানা পুলিশ কে খবর জানান। পরবর্তীতে শাল্লা থানার পুলিশের হস্ত ক্ষেপে শিশুটি কে উদ্ধার করা হয়। এবং মোফাজ্জল কে গ্রেফতার করা হয় । পড়ে শাল্লা থানা পুলিশ শিশুটি কে বাবার কাছে হস্থান্তর করে।
প্রাথমিক তদন্তে যানা যায় অভিযুক্ত মোফাজ্জল কিশোর গঞ্জের কাজলা ইউনিয়নের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে। সে ও শিশুটির বাবা আব্দুল কদ্দুছ এর মধ্যে ব্যাবসায়ীর লেন দেনের বিষয় কে কেন্দ্র করে শিশুটি কে সুনামগঞ্জের সদর থেকে চুরি করে নিয়ে কিশোর গঞ্জের তারাইলে নিয়ে যাওয়ার পথে শাল্লার মাহমুদ নগর বাজারে জনতার হাতে আটক হয় ।
শিশুর মা বলেন, অ গ আমার আদরের সন্তান কে পাইনি । চোখের পলকেই এই ঘটনা ঘটেছে। আমি আমার আদরের সন্তানকে ফেরত চাই।
শাল্লা থানা ওসি শফিকুল ইসলাম বলেন ডলুরা শহীদ মিনার এলাকা থেকে ৫ বছরের এক শিশু চুরি করে শাল্লা থানা মাহমুদ নগর বাজারে জনতার হাতে মোফাজ্জল কে শিশু টি সহ আটক করে ।পরে এলাকার লোকজন এর সহায়তায় শাল্লা থানায় নিয়ে আসলে ছেলের বাবার কাছে শিশুটি কে হস্তানতর করি । পড়ে পুলিশ স্কটের মাধ্যমে মোফাজ্জল কে সুনামগঞ্জ সদর থানায় প্রেরন করা হয় । সুনামগঞ্জের সদর থানায় শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা হওয়ার বিষয়টি জানা যায় ।