1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মান্দায় সরকারি সার পাচারের চেষ্টা ব্যর্থ সেনাবাহিনীর অভিযানে তিন ভ্যানে ৬০ বস্তা সার জব্দ দাকোপে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রবি মৌসুমের বিনামূল্যে বীজ ও সার বিতরণ নন্দীগ্রামে নিপুন রায় চৌধুরী : শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল করেছিল ঝিনাইগাতীতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বিদেশি বিয়ার ও মদ জব্দ ভূমিকম্পের আতঙ্কে ক্লাস-পরীক্ষা স্থগিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দাকোপে টেকসই বাঁধ ও খাল খননের দাবিতে মানববন্ধন দাকোপের মাঠজুড়ে শুধু নবান্নের সোনার ধান বাম্পার ফলনের আশায় দিন গুনছে চাষীরা হিজলার আতঙ্কে ময়মনসিংহ নগরি ও ময়মনসিংহ ব্রিজ, হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

নন্দীগ্রামে নিপুন রায় চৌধুরী : শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল করেছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বগুড়া  জেলা প্রতিনিধি:তানসেন আলী মন্টু 

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী বলেছেন, ১৭ বছর হিন্দু সম্প্রদায়ের ভোট দখল করেছিল ফ্যাসিবাদ শেখ হাসিনা। যখন ভোটের প্রয়োজন শেষ, তখন হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল এবং দেশছাড়া করেছে। এখন ফ্যাসিবাদের দিন শেষ, আগামীর দিন হবে জনগণের বাংলাদেশ। সাম্যের ও সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ খৃষ্টান সকলে একসঙ্গে ভোট কেন্দ্রে যাবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মান হবে।
গতকাল সোমবার বিকেলে বগুড়ার নন্দীগ্রামে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। পৌর শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন।
প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। তিনি বর্তমান পরিস্থিতিতে নারীদের নিরাপত্তাহীনতা, সামাজিক বৈষম্যের কথা উল্লেখ করে বলেন, নারী ও শিশুর অধিকার রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও আমরা কাজ করে যাব।
সমাবেশে বিএনপির মনোনীত প্রার্থী মোশারফ হোসেন বলেন, আজকের সমাবেশে নারী ভোটার ও জনগণের জনসমুদ্র প্রমাণ করে বগুড়ার মাটিতে ধানের শীষের বিজয় নিশ্চিত। বিএনপি সরকার গঠন করলে, দেশ হবে জনগণের।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির জয়নাল আবেদীন চান, কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাইন, জেলা মহিলাদল সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী প্রমূখ।

গতকাল সোমবার বগুড়ার নন্দীগ্রামে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট