আনোয়ার হোসেন উজ্জ্বলের নির্দেশনায় ভায়ালক্ষীপুর ইউনিয়নে বিএনপির ৩১ দফা প্রচারণা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

বেলাল হোসেন বুর্যো চিফ রাজশাহী : রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলের নির্দেশনায় ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপি ও চারঘাট উপজেলা বিএনপির নেতারা এ প্রচারণা পরিচালনা করেন। নেতৃত্ব দেন চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা।
প্রচারণাকালে বিএনপির নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার ও জনবহুল স্থানে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। ৩১ দফা কর্মসূচির গুরুত্ব, উদ্দেশ্য এবং বাস্তবায়নের প্রয়োজনীয়তা সাধারণ মানুষের সামনে ব্যাখ্যা করেন তারা।
একই সঙ্গে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নেতারা বর্তমান সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও দমননীতির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ সমর্থন কামনা করেন। প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়।
ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বলেন,
মানুষ এখন পরিবর্তন চায়। বিএনপির ৩১ দফা দেশের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি সবসময় জনগণের পাশে আছে।
ভায়ালক্ষীপুর ইউনিয়নের সিনিয়র সভাপতি মো. আকছেদ আলী বলেন, আমাদের ইউনিয়নসহ পুরো চারঘাট–বাঘা এলাকায় অতীতে অনেক নির্যাতন হয়েছে। মানুষ আজ ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাইছে। আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইয়ের নির্দেশনায় ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে তুলে ধরা হচ্ছে—এর ফলে সাধারণ মানুষ বুঝতে পারছে যে, বিএনপি সরকার গঠন করলে তারা শান্তিতে ও নিরাপদে থাকতে পারবে। তাই উজ্জ্বল ভাইকে ধন্যবাদ। চারঘাট–বাঘার জন্য এমন নেতাই প্রয়োজন।
এই সময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম,
চারঘাট ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জমসেদ আলী, ভায়ালক্ষীপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেরাজুল ইসলাম সেরু, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. লুকফার রহমান, এছাড়াও ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন