
মোঃআনোয়ার হোসেন শেরপুর জেলাপ্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলার হাসপাতাল গেট ও গৌরদ্বার বাজার এলাকায় অদ্য ১৮ নভেম্বর ২০২৫ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রয় ও মজুত রাখার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর বিভিন্ন ধারায় এই জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের এ অভিযান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি এর নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয় এবং ফিজিশিয়ান স্যাম্পল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে ঔষধ তত্ত্বাবধায়ক শেরপুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ ধরনের অভিযান কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।