খুলনায় ১”ঘণ্টার ব্যবধানে ৪”জনকে গু’লি ও গ’লা কেটে হ’ত্যা.
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনায় ১ ঘণ্টার ব্যবধানে দুই শিশুসহ চারজনকে গুলি ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তথ্য সুত্রে জানা গেছে, রবিবার ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনার সোনাডাঙ্গা করীমনগর এলাকায় আলাউদ্দিন মৃধাকে (৩৫) কে গুলি ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।এর কিছুক্ষণ পর নগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় বাড়িতে ঢুকে দুই নাতিসহ নানিকে গলা কেটে হত্যা করে। আলাউদ্দিন মৃধার স্ত্রী নার্গিস জানান, সন্ধ্যা ৭টার দিকে করীমনগর এলাকার সৈয়দ আলী হোসেন প্রাইমারি স্কুলের পাশে ভাড়া বাসায় ঘরের সামনে বসে ছিলেন আলাউদ্দিন। পূর্বশত্রুতার জের ধরে (…) ৬” জন ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে এসে প্রথমে গুলি করে পরে বুকের উপর পা দিয়ে গলা কেটে হত্যা করে চলে যায়। ঘটনাস্থলেই আলাউদ্দিন মৃধার মৃত্যু হয়। আলাউদ্দিন মৃধা সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার মৃত মোনামুন্সির বড় ছেলে। এদিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের জিন্নাপাড়া এলাকায় দরবেশ মোল্লা গলির ভেতরের সড়কে একটি বাসায় নানিসহ দুই নাতিকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলো ৮ বছরের শিশু মোস্তাকিম এবং ৭ বছরের তাইবা এবং নিহত নানি মহিদুন্নেতা (৫৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার কোনো এক সময় দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে দুই শিশু ও নানীকে গলা কেটে হত্যা করে। পরে শিশুদের বাবা বাসায় প্রবেশের সময় কোনো সাড়া শব্দ না পেয়ে দেয়াল টপকে বাসায় ঢুকে মৃত অবস্থায় তিনজনকে দেখতে পান। তাৎক্ষণিক শিশুদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার দক্ষিণ সুদর্শন কুমার রায় এ ঘটনার বিষয় বলেন, আমরা করীমনগরে আলাউদ্দিন নামে এক যুবক নিহতের ঘটনায় ওই ক্রাইমসিন দেখতে গিয়ে ট্রিপল মার্ডারের খবর পাই। এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানতে পারিনি।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন