1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীর গারো পাহাড়ে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন দাকোপের কামারখোলার কালিনগর বাজারে জিয়াউর রহমান পাপুল ভাইয়ের পক্ষ থেকে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি নরসিংদী সরকারি হাসপাতালে লাশ আটকে টাকা দাবি: ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আঙ্গুল ফুলে কলাগাছ নরসিংদীর শিলমান্দি ইউপি সদস্য সেলিনা আক্তার শেলী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমলীতলা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে নাবালিকা মাদ্রাসাছাত্রীকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ খুলনার দাকোপের দক্ষিণ জনপদের আলোকিত পুরুষ, স্বর্গীয় সুরেন্দ্রনাথ রায়ের ৫৪তম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি নারায়ণগঞ্জে আবদুল জব্বারের নির্বাচনী মোটর সাইকেল শোডাউন শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেফতার হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ রাজু।

হিরো আলমের গ্রেফতারের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক স্ত্রী রিয়া মনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমিও খবর শুনেছি। আমার সঙ্গে হওয়া অপরাধের বিচার চাই। বাধ্য হয়ে আমি আইনের কাছে গিয়েছি। আইনের প্রতি আমার আস্থা ও ভরসা রয়েছে।

জানা গেছে, হিরো আলমের বিরুদ্ধে গত বুধবার (১২ নভেম্বর) গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই প্রেক্ষিতেই আজ তাকে গ্রেফতার করে পুলিশ।

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনি মামলাটি করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে তার বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার জন্য হাতিরঝিল থানাধীন একটি বাসায় তাদের ডাকা হয়। সেই সময় হিরো আলমসহ ১০–১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন।

পাশাপাশি অভিযোগে বলা হয়েছে, এ সময় তার গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন চুরি করা হয়। এ ঘটনায় ২৩ জুন বাদী রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট