আঙ্গুল ফুলে কলাগাছ নরসিংদীর শিলমান্দি ইউপি সদস্য সেলিনা আক্তার শেলী
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
-
৯
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী।
নরসিংদী সদর শীলমান্দি ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য সেলিনা আক্তার শেলী বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে ফেঁসে যাচ্ছেন।তিনি মসজিদের টাকা আত্মসা, প্রতিবন্ধী ভাতা টাকা আত্মসাত। সামা টিউওয়েল নিয়ে প্রতারণা আত্মীয়করণ, পরিষদে বিতরনকৃত ওএসএম এর ৩০ কেজি চাউলের কার্ডের আত্বীয়করন,রাস্তার কাজের অনিয়ম,এলাকার ড্রেনের অনিয়ম,বিধবা ভাতা আত্মসাৎতের ব্যাপক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি কিছুদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থাকাকালীন সময়ে দরবার করে টাকা নেওয়া,বিভিন্ন ভুয়া বিল ভাউচারে সই করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ একাধিক অভিযোগ ররেছে তার বিরুদ্ধে যা বর্তমানে কিছু প্রমাণিত হয়েছে আর বাকিগুলি তদন্তাধীন রয়েছে বিভিন্ন দপ্তরে। শিলমান্দী নতুন বাজারে তার একটি বিশাল মার্কেট রয়েছে যার মুল্য ২৫ কোটি টাকা হবে, মার্কেটটি শিলমান্দি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন তিনি নতুন ক্রয় করে বলে একাধীক সুত্রে জানা যায়। তিনি আঙ্গুল ফুলে কলাগাছ, হয়ে গেছে অল্প সময়ে শত কোটি টাকার মালিক বণে গেছেন এই সেলিনা আক্তার শেলী।যিনি তার স্বামী মৃতুোর পর মানবেতর জীবনযাপন করছেন বলে এলাকায় জনসুতি রয়েছে। শিলমান্দি ইউনিয়ন বাসী প্রশাসনের নিকট সুষ্টু তদন্তের মাধ্যমে তার বিচার ও অবৈধ সম্পদের হিসাব চায় ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন