*সিএমপি’র বন্দর থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের ঝটিকা মিছিল হতে ০৭(সাত) জন নেতাকর্মী গ্রেফতার*
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

এম এ হাসান, চট্রগ্রাম সিটি ব্যুরো চিফ
গত ইং ১০/১১/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, আবু বক্কর রিফাত এর নেতৃত্বে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতা কর্মীসহ আওয়ামীলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী ইং ১০/১১/২০২৫ তারিখ রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে, জনসাধারণের ক্ষতি করার লক্ষ্যে ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে সমবেত হইয়া হাতে ক্রিকেট খেলার কাঠের স্ট্যাম্প, বাশের লাঠি ও পাথরের খন্ড খন্ড টুকরা নিয়া বন্দর থানাধীন বারিক বিল্ডিং মোড় হতে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়া মিছিল করতে করতে বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা আবুল হাশেম সওদাগর মসজিদের বিপরীত পাশে অবস্থান করতেছে। তাৎক্ষণিক সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার, জনাব মোঃ আমিরুল ইসলাম এর সার্বিক দিক-নির্দেশনায় ও বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার, জনাব মোঃ মাহমুদুল হাসান এর তত্ত¡াবধানে বন্দর থানার অফিসার ইনচার্জ, মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে¡ এসআই(নিঃ)/মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল হতে তাৎক্ষনিক ঘটনার সহিত জড়িত আসামী ১। মোঃ সাহেদ বশর (৪৫), ২। মোঃ আরিফ হাসান প্রকাশর রোমান(২৬), ৩। মোঃ ইমন(২১), ৪। আবু হানিফ সোহেল(৩৮), ৫। মেহরাজ(৩০), ৬। মোঃ সাহেদ হোসেন(৩১), ৭। মোঃ দেলোয়ার হোসেন টিটু(৩৭)’দেরকে গ্রেফতার করিতে সক্ষম হলেও অপরাপর আসামীগণ কৌশলে দৌড়াইয়া পালাইয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের দখল ও পলাতক আসামীদের যাওয়া ঘটনাস্থল হইতে (ক) ০৪টি ক্রিকেট খেলার কাঠের স্ট্যাম্প, (খ) ০১টি ছোট পতাকা, গ) বাশের লাঠি ১৫টি, ঘ) পাথরের খন্ড খন্ড টুকরা ২০টি উদ্ধারপূর্বক ইং ১০/১১/২০২৫খ্রিঃ তারিখ রাত ০৯:৩০ ঘটিকার সময় জব্দ করা হয়। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা জানায় যে, আসামীগন বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কার্য পরিচালনা করতে ঘটনাস্থল, আশেপাশে অবস্থান ও সমর্থন পূর্বক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশে-বিদেশে থাকিয়া সহায়তা, অর্থ প্রদান, ভ্রান্তিমূলক তথ্য সম্প্রচার ও আসামীদের আশ্রয়দানসহ বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম করতে প্ররোচিত করেন।
উক্ত ঘটনার প্রেক্ষিতে বন্দর থানার থানার মামলা নং-০৪, তারিখ-১১/১১/২৫ইং, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২)/৭/৮/৯/১০/১২/১৩ রুজু করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন