নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক দলের ফুটবল ও খেলাধুলার উপকরণ বিতরণ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
বগুড়ার নন্দীগ্রামে তরুণ ও যুবকদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। ভাটরা ইউনিয়নের ১০টি গ্রামের খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন নেতারা।
গতকাল শনিবার দলীয় অস্থায়ী কার্যালয়ে মাদকবিরোধী তারুণ্যের সভায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন। বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু।
মাদককে না বলুন, মাদক ছেড়ে মাঠে চল, প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে তরুণ ও যুবকদের খেলাধুলায় মনোনিবেশ করার তাগিদ দেন নেতারা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন প্রদত্ত ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।
এরআগে বৃহস্পতিবার ভাটরা ইউনিয়নের শেখের মাড়িয়া, মনিনাগ, বেলঘড়িয়া, ভড়-মাঝগ্রাম ও মুরারিদীঘি গ্রামের যুবকদের সঙ্গে মতবিনিময় করে স্বেচ্ছাসেবক দল। খেলোয়াড়দের মাঝে পাঁচটি ফুটবল এবং ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন নেতারা। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সিপন তালুকদার, আজিজুল ইসলাম, ইউনুস আলী, হাবিব হাসান, তৌহিদ রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন