সিএমপি’র বন্দর থানা পুলিশ কর্তৃক সিএমপি অধ্যাদেশ মূলে ০৩(তিন)জন আসামী গ্রেফতার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

এম এ হাসান চট্রগ্রাম সিটি ব্যুরো প্রধান।
অফিসার ইনচার্জ বন্দর থানার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আব্দুল গফুর গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন কলসীদিঘীরপাড় জোড়া খাম্বার সামনে রাস্তার উপর আসামী ১। জাবের হোসেন রকি(২৩), পিতা-মোঃ জমির উদ্দিন, মাতা-বিলকিছ বেগম, সাং-চর আফজল, আবুল কাশেম এর বাড়ী, থানা-রামগতি, জেলা-ল²ীপুর বর্তমানে-আনন্দবাজার, বিল্লাপাড়া, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম ২। আব্দুল্লাহ আল মামুন রোহান(২০), পিতা-মোঃ ইলিয়াছ শেখ, মাতা-নাজমা বেগম, সাং-খাড়া সম্বল, ০৯নং ওয়ার্ড, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট বর্তমানে-কলসীদিঘীরপাড়, কার্টন ফ্যাক্টরীর সামনে, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম ৩। মোঃ সাইফুল ইসলাম(২৩), পিতা-আব্দুর রহমান ফরাজী, মাতা-মমতাজ বেগম, সাং-চর বলেশ্বর, মিল বাড়ী, থানা-জিয়ানগর/ইন্দুরকানি, জেলা-পিরোজপুর বর্তমানে-কলসীদিঘী, ধুমপাড়া, থানা-বন্দর, জেলা-চট্টগ্রামগণ সন্দেহজনকভাবে ঘুরাফেরা করার কারনে ইং ০৩/১১/২০২৫ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। বর্ণিত আসামীদেরকে বন্দর থানার অধর্তব্য মামলা নং-১৮০/২০২৫ইং তারিখ-০৩/১১/২০২৫ ধারা-১০৩/৮৮(ডি) সিএমপি অধ্যাদেশ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন