ধর্মপুর মিনিবার ফুটবল টুর্নামেন্ট -২০২৫ইং স্থানঃ পাকুরিয়া ইটাখোলা মাঠ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

এইচ এম জাকির হুসাইন ভ্রাম্যমাণ প্রতিনিধি
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলা প্রেমি ব্যক্তি তরুণ প্রজন্মকে মাদক থেকে বিরত রাখার জন্য খেলাকে হাতিয়ার বানিয়ে তরুণদের পাশে যিনি সব সময় থাকেন আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক E M Mehedi Hasan,
উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন,সভাপতি আমদিয়া ইউনিয়ন শ্রমিকদল,আরো উপস্থিত ছিলেন, Md Rizvi Ahmed Bijoy, সভাপতি সবুজ বাংলা একতা যুবসংঘ,।
md, Nayeem Ahmed সভাপতি বুনাইদ সোর্সাল এসোসিয়েশন,
আরো উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন যুবদলের কোষাধ্যক্ষ Babul Ahmed, আমদিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি, মাহবুবুর রহমান বাবু, এবং আমদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পার্থী শাহীন খান,মোঃ নাইমুর রহমান, মোঃ হাবিবুর রহমান, মোঃ আওলাদ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন