নন্দীগ্রামে প্রশংসা কুড়াচ্ছে ব্লাড ডোনার, দিনভর চক্ষুশিবির
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
-
৩৬
বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :মোঃ তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রামে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দায়িত্বশীল সংগঠন হিসেবে পরিচিত ব্লাড ডোনার ক্লাব। বিনামূল্যে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, মেডিকেল ক্যাম্প ও চক্ষুশিবির গ্রামীণ জনপদের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রশংসা কুড়াচ্ছেন নন্দীগ্রাম ব্লাড ডোনার ক্লাবের সভাপতি সাংবাদিক শাহীন আলম সাজু।
গতকাল মঙ্গলবার শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ চত্বরে বিনামূল্যে দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। সকালে ব্লাড ডনার ক্লাবের সহযোগিতায় গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল আয়োজিত মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।
উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান তোতা, ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা ফজলুল হক কাশেম, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি শাহীন আলম সাজু, সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রতিষ্ঠাতা সভাপতি শিবলু রহমান শুভ, সহকারী অধ্যাপক আব্দুল লতিফ, মিন্টু নন্দী, মাহাবুর রহমান প্রমুখ।
দিনভর চক্ষুশিবিরে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. আশরাফুল হক। দরিদ্র, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন