সিএমপি বন্দর থানা পুলিশের অভিযানে কুখ্যাত আসামী গ্রেফতার
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						সোমবার, ৩ নভেম্বর, ২০২৫											
												
																																			
 
											
												
												
												
							
											-  
											 
																																			৪																				   
																						বার পড়া হয়েছে  
											
 
												
												 
										 									
				
                                        
                                                                      
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						
							
							 
                     
                    
                        
এম. এ. হাসান, চট্রগ্রাম সিটি ব্যুরো চীফ।
সিএমপি’র বন্দর থানা পুলিশ কর্তৃক চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনায় জড়িত পলাতক আসামী মোঃ হাবিবুর রহমান জনি(৩০)’কে পুনরায় গতকাল ০১টি দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার।গত ২৬/১০/২০২৫ইং তারিখ রাত ২১.৫০ ঘটিকায় বন্দর থানাধীন কাস্টম মোড়ে সিটি সার্ভিস বাসের অভ্যন্তরে ছিনতাইকারী মোঃ আকবর হোসেন(২৪) ও তার সহযোগী ০৩(তিন) জন আসামী অজ্ঞাতনামা ০১জন লোককে ছুরিকাঘাত করে তার মোবাইলটি ছিনতাই করার সময় বাসে থাকা যাত্রীরা বর্ণিত ছিনতাইকারী মোঃ আকবর হোসেন’কে আটক করলেও তার সহযোগী আরো ০৩(তিন) জন আসামী কৌশলে পালাইয়া যায়। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে এজাহার দায়ের করেন। উক্ত ঘটনায় বন্দর থানার মামলা-১২, তারিখ-২৭/১০/২০২৫ইং, ধারা-৩৯৪ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়েছে।
অফিসার ইনচার্জ বন্দর থানার নেতৃত্বে-এসআই(নিঃ)/আবু সাঈদ রানা, এসআই(নিঃ)/মোঃ শাহজালাল চৌধুরী, এসআই(নিঃ)/আবু বক্কর, এএসআই(নিঃ)/মোঃ বাবুল মিয়া-১ ও সঙ্গীয় ফোর্সসহ মামলাটি তদন্তকালে মামলার ঘটনা সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ পর্যালোচনা ও বিশ্বস্ত গুপ্তচর হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন জাম্বুরি পার্কের সামনে হতে অত্র মামলার ঘটনার সহিত জড়িত আসামী মোঃ হাবিবুর রহমান জনি(৩০), পিতা-জয়নাল আবেদীন, মাতা-শামিমা আক্তার জয়া, সাং-মধ্যম গোসাইলডাঙ্গা, এমদাদ হোসেন মিস্ত্রি বাড়ী, আজিজ মিয়া গোডাউনের পশ্চিম পার্শ্বে, ওয়ার্ড নং-৩৬, থানা-বন্দর, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশসহ ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। এছাড়া সে গতকাল ০১টি দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দোকানীকে কুপিয়ে ছিনতাই করে পালিয়ে যায়। অপরাপর পলাতক ছিনতাইকারীদের গ্রেফতারী অভিযান অব্যাহত আছে।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন