নারায়ণগঞ্জ এ প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						সোমবার, ৩ নভেম্বর, ২০২৫											
												
																																			
 
											
												
												
												
							
											-  
											 
																																			৪																				   
																						বার পড়া হয়েছে  
											
 
												
												 
										 									
				
                                        
                                                                      
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						
							
							 
                     
                    
                        
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোহাম্মদ নাজির খান
আধারের আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে নারায়ণগঞ্জে অসহায় ও বঞ্চিত প্রতিবন্ধী মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ মমতাজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ ফারুক হোসেন, এম এ মান্নান, মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ লিটন এবং প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক মোঃ পারভীন আক্তার।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন আহমেদ বলেন, “প্রতিবন্ধী সমাজ আমাদেরই অংশ। তারা বহু ক্ষেত্রেই অবহেলা ও বঞ্চনার শিকার। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও প্রতিবন্ধীদের সহায়তায় আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”কর্মসূচির মাধ্যমে শতাধিক প্রতিবন্ধী পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। আয়োজকরা জানান, শুধু চাল বিতরণ নয়, ভবিষ্যতে চিকিৎসা, পুনর্বাসন ও অন্যান্য কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার হবে।মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা প্রতিবন্ধী মানুষের সার্বিক কল্যাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন