 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মোঃ নাজির খান নারায়ণগঞ্জ,
আজ ৩০ শে অক্টোবর রোজ বৃঃস্পতি বার নির্বাচনী প্রচারণা ঢাকা ২ আসনে বিশাল পথ র্যালী তে আলোচিত হচ্ছেন কর্ণেল আব্দুল হক, আগামী সংসদ নির্বাচন কে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় জনসাধারণের সাথে বিভিন্ন ভাবে মন জয় করছেন কর্ণেল আব্দুল হক।
আজকের পথ র্যালী জন সংযোগ করেছেন কেরানীগঞ্জ এর বিভিন্ন এলাকা জুড়ে পথ র্যালী তে অসংখ্য পিকাপ ভ্যান মোটরসাইকেল সি এন।জি অটো রিক্সা সহ বিভিন্ন গাড়ি বহর,বিভিন্ন নেতাকর্মী দের উপস্তিতি এবং সমর্থন কারী জন সাধারণ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া মাধ্যমে।
উপস্থিত নেতাকর্মী দের মধ্য বিশেষ ভূমিকায় জন প্রিয় মুখ জন দরদী জনাব মেহের আলী, মিন্টু,জহিরুল হক,আজিজ,আব্দুর রব প্রমুখ, কর্ণেল আব্দুল হক বলেন যোগ্য সৎ ঈমানদার ব্যাক্তি নির্বাচিত করবেন আপবারা,বিগত সময়ের তারিখ উত্তীর্ণ নেতা দেখেছেন আপনারা কি করেছে কি হয়েছে নেশা মাদক মুক্ত চাঁদামুক্ত দেশ গড়ার লক্ষ্যে আপনারাই যথেষ্ট ভূমিকা পালন করবেন।
আমি আলনাদের পাশে আছি মানুষের কল্যানে কাজ করার সুযোগ দিলে আমি ব্যাতিক্রম কিছু করব আল্লাহর রহমতে বলে বিদায় জানান।