
মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
নিজের রাজনীতির পথচলায় তিনি বারবার প্রমাণ করেছেন —রাজনীতি হতে পারে আদর্শ, সততা ও মানবসেবার এক অনন্য মাধ্যম। তিনি বিশ্বাস করেন, রাজনীতির মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ, সমাজের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা। খুলনা-১ আসনের প্রতিটি গ্রাম, প্রতিটি ওয়ার্ড, দাকোপ থেকে বটিয়াঘাটা পর্যন্ত —সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ আজ একবাক্যে বলছে,এই জনপদে পরিবর্তনের প্রতীক, আশার নাম জিয়াউর রহমান পাপুল। তিনি ঘোষণা দিয়েছেন এক মহান অঙ্গীকার —সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ বিএনপি গঠন,
সৌহার্দ্যপূর্ণ আধুনিক সমাজ প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদার মুক্ত একটি নিরাপদ সমাজ গড়ে তোলার। জনগণের হাসিমুখই তার প্রেরণা, দলের শক্তি ও ঐক্যই তার অস্ত্র। তিনি চান এমন একটি খুলনা-১ —
যেখানে থাকবে উন্নয়নের ধারাবাহিকতা, কর্মসংস্থানের সুযোগ,এবং সর্বোপরি শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার।
আমরা বিশ্বাস করি, দাকোপ-বটিয়াঘাটার প্রকৃত উন্নয়ন, গণমানুষের মুক্তি ও বিএনপি’র পুনর্জাগরণের নেতৃত্ব দেবেন জননন্দিত নেতা জিয়াউর রহমান পাপুল। তাই আজ সর্বস্তরের জনগণের দাবী —খুলনা-১ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী হিসেবে
আমরা দেখতে চাই জিয়াউর রহমান পাপুলকে।দাকোপ – বটিয়াঘাটা গণমানুষের প্রাণের দাবি চাই একজন সৎ, কর্মঠ ও জনগণের নেতা —চাই আমাদের প্রিয় পাপুল ভাইকে নেতৃত্বের আসনে।